Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বরুড়া উপজেলা

এক নজরে বরুড়া

০১। উপজেলার সীমানাঃ

উত্তরে - বুড়িচং, দক্ষিণে- লাকসাম, পূর্বে- কুমিল্লা সদর, পশ্চিমে - কচুয়া।

উপজেলা সদরের অবস্থানঃ ২৩ - ২৩ অক্ষাংশ , ৯১ - ০৩ দ্রাঘিমাংশ ।

জেলা সদর হতে দুরত্ব - ২৬ কিঃমিঃ ।

০২। প্রশাসনিক কাঠামোঃ

ক) বরুড়া থানা হিসাবে আত্ম প্রকাশ - ২৪ মার্চ,১৯৪৮ খ্রিঃ।

খ) উপজেলা হিসাবে মান উন্নয়ন - ( তৃতীয় পর্যায়ে) ২৪ মার্চ, ১৯৮৩ খ্রিঃ।

গ) বরুড়া পৌর সভার আত্মপ্রকাশ - ১ আগষ্ট,১৯৯৫ খ্রিঃ।

ঘ) বরুড়া পৌরসভার সম্প্রসারণ - ১ ডিসেম্বর,১৯৯৬ খ্রিঃ।

ঙ) উপজেলার মোট আয়তন - ২৪২ বঃ কিঃমিটার।

চ) ইউনিয়নের সংখ্যা - ১৫ টি।

ছ) পৌরসভার সংখ্যা - ১ টি।

জ) গ্রামের সংখ্যা - ৩৩৫ টি।

ঝ) মোট লোকসংখ্যা - পুরুষঃ ১,৮৮,৪৭৭ জন, মহিলাঃ ২,১৬,৬৪১ জন, সর্বমোটঃ ৪,০৫,৬১১ জন।

ঞ) পরিবারের সংখ্যা - ৮২,৫৮৮ টি।

ট) হালনাগাদ ভোটারের সংখ্যাঃ  পুরুষঃ১,২৯,৬৭৯ জন,  মহিলাঃ ১,২৮,২০৫ জন, সর্বমোটঃ ২,৫৭,৮৮৪ জন ।

ঠ) ধর্ম ভেদে লোক সংখ্যাঃ

মুসলমান - ৯০%= ৩,১২,৬৬৯ জন।

হিন্দু -৯.৯% = ৩৪,৩৯৪ জন।

অন্যান্য- ০.১%= ৩৪৭ জন।

ড) প্রতি বর্গ কিলো মিটারে লোক সংখ্যা - ১,৪৩৫ জন।

০৩। শিক্ষা সংক্রান্ত তথ্যাবলীঃ

ক) বিশ্ব বিদ্যালয় কলেজ - ১ টি।

খ) মহা বিদ্যালয়(কলেজ)-৩ টি ( ১ টি সরকারী)।

গ) উচ্চ মাধ্যমিক কলেজ- ৩টি ( ১ টি মহিলা)।

ঘ) মাধ্যমিক বিদ্যালয়- ৩৬ টি( ১ টি সরকারী বালিকা)।

ঙ) কারিগরি কলেজ - ১ টি।

চ) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় -৫ টি( বালিকা-২ টি, বালক-৩ টি)।

ছ) সরকারী প্রাথমিক বিদ্যালয়-৯৭ টি।

জ) রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়-২৭ টি।

ঝ) আন-রেজিঃ প্রাথমিক বিদ্যালয়- ৭ টি।

ঞ) স্বল্পব্যয়ী প্রাথমিক বিদ্যালয়- ১৫ টি।

ট) স্যাটলাইট প্রাথমিক বিদ্যালয়- ৩ টি।

ঠ) এন জি ও পরিচালিত প্রাঃ বিদ্যালয়- ৯৫ টি।

ড) বেসরকারী মাদ্রাসাঃ ২৯ টি।

দাখিল- ১৭ টি।

আলিম- ৪ টি।

ফাজিল- ৮ টি।

এবতেদায়ী মাদ্রাসা- ৪ টি।

কওমী মাদ্রাসা- ১২ টি।

মক্তব- ৪০০ টি।

ঢ) শিক্ষার হার- ৫৬%। পুরুষ- ৬৩%, মহিলা- ৪৯%।

০৪। ধমীয় উপাসনালয়ঃ

ক) মসজিদ- ৬১৮ টি।

খ) মন্দির- ৯৮ টি।

গ) বৌদ্ধ বিহার- ২ টি।

ঘ) প্রসিদ্ধ মাজার- ১ টি।

ঙ) ঈদগাহ- ১৩৫ টি।

চ) কবরস্থান- ৩৪০ টি।

ছ) শ্মশান ঘাট- ১০ টি  ।

জ) সমাধি ক্ষেত্র- ২০ টি।

ঝ) এতিমখানা- ৬ টি।

০৫। যাতায়াত ব্যবস্থাঃ

ক) মোট সড়ক- ৩৮১ কিঃমিটার।

খ) পাকা সড়ক- ১৭৫ কিঃ মিটার।

গ) কাঁচা সড়ক- ১১৭৭ কিঃ মিটার।

ঘ) নৌ পথ- নাই।

ঙ) রেলপথ- ০১ কিঃমিটার।

চ) পুল ওকালভার্ট- ৮৫০ টি।

ছ) হ্যালিপ্যাড- ১ টি।                                                                              

০৬। সমবায় বিভাগঃ

 

 সমবায় সমিতির সংখ্যা- ৫৩৭ টি।

  1.        সমবায় সমিতি- ১৪৫ টি।
  1.        মহিলা সমবায় সমিতি- ৫ টি।
  2.        মৎস্য সমবায় সমিতি- ৪ টি।

 তাঁতী  ,,         ,,    - ১ টি।

 অন্যান্য ,,       ,,    - ৪৩ টি।

 টি সিসিএ এর আওতাভূক্ত সমিতি- ১৬০ টি।

 ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি-১৫ টি।

 ভূমি হীন সমবায় সমিতি- ২৪ টি।

 রিক্সা চালক সমবায় সমিতি- ২ টি।

 সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি- ১৪ টি।

 আদর্শ সমবায় সমিতি- ৪ টি।

 কেন্দ্রীয় সমবায় সমিতি- ১ টি।

রেজিষ্টার্ড ক্লাবের সংখ্যা- ৪৫ টি।

০৭। ব্যবসা বানিজ্যঃ

 তফসিলী ব্যাংক- ১২ টি।

 ইন্সুরেন্স কোম্পানী -৫ টি।

 অর্থ লগ্নিকারী অন্যান্য প্রতিষ্ঠান- ৭ টি।

০৮। ভূমি রাজস্বঃ

 উপজেলা ভূমি অফিসের সংখ্যা- ১ টি।

 ইউনিয়ন ,,       ,,       ,,    - ১৫ টি।

 মৌজার সংখ্যা ঃ   ২৩১ টি + আংশিক ৩ টি = ২৩৪ টি   

 হাট-বাজারের সংখ্যা-২৪ টি।

 খাস পুকুরের সংখ্যাঃ ৩২ টি ।

  পতিত জমি- ১১৫.০০একর।

  1. বালু মহাল- নাই।

০৯।  স্বাস্থ্য বিভাগঃ

  1. হাসপাতালের সংখ্যা- ৩ টি। বেড-৫১ টি।
  2. সরকারী ১ টি। বেড- ৩১ টি।
  3. বেসরকারী- ২ টি। বেড- ২০ টি।
  4. ক্লিনিক- ২ টি( বেসরকারী)।
  5. ডাক্তারের সংখ্যাঃ

 এম,বি,বি এস-সাব সেণ্টারসহ ১৫ জন ।

 রেজিষ্টার্ড গ্রাম্য ডাক্তার- ৫ জন।

 গ্রাম ডাক্তার- ২৬৭ জন।

 হোমিও প্যাথিক ডাক্তার- ৭৮ জন।

 কবিরাজ- ৪৫ জন।

 অন্যান্য( ডিপ্লোমা)- ৮ জন।

  1. স্বাস্থ্য কেন্দ্রঃ

১। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র- ১ টি।

২। উপ-স্বাস্থ্য কেন্দ্র- ৫ টি।

৩। পরিবার কল্যান কেন্দ্র- ১৫ টি।

৪। কমিউনিটি ক্লিনিক- ১৯ টি।

১০। কৃষি বিভাগঃ

ক)  মোট জমির পরিমান- ৫৯,৭২৩ একর।

খ)  চাষাবাদ যোগ্য জমির পরিমান- ৪৮,৫০০ একর।

গ)  এক ফসলী জমির পরিমান-   ৫০০ হেক্টর।

  1. দুই ফসলী জমির পরিমান- ৬,৫০০ হেক্টর।
  2. তিন ফসলী জমির পরিমান - ১০,৩০০ হেক্টর।
  3. চার ফসলী জমির পরিমান- ১০০  হেক্টর।

ঘ)   নীট ফসলী জমির পরিমান - ১৭,৪০০ হেক্টর।

ঙ)  মোট ফসলী জমির পরিমান-৪৪,৮০০ হেক্টর।

            ঝ)  শস্য নিবিড়তা- ২৫৭.৪৭% ।

            ঞ) সেচের আওতাধীন- ২২,২০০.০০ একর।

চ)   গভীর নলকূপের সংখ্যা- ১৯৩ টি।

  1. অগভীর নলকূপের সংখ্যা- ১,২৯৫ টি।

      অন্যান্য- ৪৫ টি।                                                                                              

১১। পশু সম্পদ  বিভাগঃ

ক) পশু হাসপাতাল- ১ টি।

খ) কৃত্রিম প্রজনন কেন্দ্র- ৫টি।

গ)  পোল্ট্রি ফার্ম-২০০ টি।

ঘ) গৃহ পালিত পশুর সংখ্যাঃ

গরু- ৮০,৭২৩ টি।

ছাগল- ২২,৭০০ টি।

মহিষ- ২০ টি।

ভেড়া- ৮০ টি।

হাঁস- ৬০,০০০ টি।

মুরগী- ২,২০,০০০ টি।

ঙ) দুগ্ধ খামার - ১০ টি।

১২। মৎস্য বিভাগঃ

ক) সরকারী পুকুরের সংখ্যা- ১৬ টি।

খ) বেসরকারী পুকুরের সংখ্যা- ৭,৪৯৪ টি।

গ) দিঘীর সংখ্যা- ১৫ টি।

ঘ)মোট পুকুর ও দিঘীর সংখ্যা- ৭,৫২৫ টি।

ঙ ) আয়তন-৪,৪৫০ একর।

  1. জলমহাল- ১ টি( কার্জন খাল)।

 

  1. নার্সারী পুকুর-৬৫ টি।
  2. বার্ষিক উৎপাদন - ৩,৬২৩ মেঃটন।
  3. বার্ষিক উদ্বৃত্ত/ঘাটতি- ৯১৪ মেঃটন।

১৩। বন বিভাগঃ

ক) নার্সারীর সংখ্যাঃ

১। সরকারী- ১ টি।

২। বেসরকারী- ১৩ টি।

খ) বার্ষিক গাছ লাগানোর গড় পরিমান- ২০, ০০০টি।

১৪। আনসারও ভিডিপি বিভাগঃ

ক) আনসার সদস্য সংখ্যা- ৬৪৪ জন।

খ) পুরুষ ভিডিপি সদস্য সংখ্যা- ১০,৩৩৬ জন

গ) মহিলা ভিডিপি সদস্য সংখ্যা- ১০,৩৩৬ জন।

১৫। বিবিধঃ

 বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা- ২৬৩ টি, ৭২৫ কিঃমিঃ ।

 সাব-রেজিষ্ট্রি অফিস- ২ টি।

 ডাক বাংলো- ১ টি।

 টেলিফোন অফিস- ২ টি।

 টেলিগ্রাফ অফিস- ১ টি।

  1. পোষ্ট অফিসের সংখ্যা- ৩২ টি।
  2. প্রত্নতাত্তিক নিদর্শণ- ১ টি( জামে মসজিদ)।
  3. ক্ষুদ্র কুটির শিল্পের সংখ্যা- ৭৭৫ টি।
  4. ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা- ১৫৫ টি।
  5. কুটির শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা- ৭২০ টি।
  6. বিদ্যুতায়িত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা- ১৪৫ টি।
  7. বিদ্যুৎ বিহীন শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা- ১০ টি।
  8. করাত কল- ৬৩ টি।
  9. চাউল ও আটা কল- ১২৬ টি।
  10. আইসক্রীম ফ্যাক্টরী- ৭ টি।

প্রিন্টিং প্রেস- ৪ টি।